Posts

Showing posts from November, 2017

আব্দুর রহিম চাচার সংগ্রামী জীবনের গল্প

Image
আব্দুর রহিম চাচার সংগ্রামী জীবনের গল্প সকল প্রশংসা এই বিশ্বজগতের মালিক সেই মহান আল্লাহ তায়ালার জন্যই। আব্দুর রহিম চাচার সংগ্রামী জীবনের গল্প সময়টা ছিলো সন্ধ্যা ৭:৩০।  অবস্থান করছিলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মেইন বাস স্ট্যন্ড এ সেবা ক্লিনিক এর সামনে।  কিছু জরূরী কাজ সাড়ার পরে আমি (অজ্ঞাত) ও তারবিয়াহ শপ এর Founder এবং CEO আলামিন হোসাইন (বিশিষ্ট মধু ব্যবসায়ী) দুজনে চা খেতে খেতে ব্যবসা সংক্রান্ত কিছু আলোচনা করছিলাম। হঠাৎ চোখে পড়লো একটি চার্জার চালিত ভ্যনের ওপর বেশ পরিশ্রমী এক বয়ষ্ক লোক কিছু একটা বিক্রি করছে, চা খেতে খেতে এগিয়ে গেলাম আমরা দুজনে। দেখা গেলো তিনি ভ্যনের ওপর বসে বেকারীর বিস্কুট, চানাচুর বিক্রি করছেন। বিষয়টা খুবি ভালো লাগলো, আমরা তার জীবনের কাহিনী জানতে চাওয়ায় তিনি খুব নম্রতার সহিত তার জীবনের কাহিনী খুলে বললেন, ছোট বেলায় দারিদ্র‍্যের কষাঘাতে খুব একটা লেখাপড়া হয়ত সে করে উঠতে পারে নি। তবে তিনি থেমে থাকেন নি, ঝাল মুড়ি থেকে শুরু করে বাদাম বেচা এমনকি আরো অনেক ছোট খাটো ব্যবসা করার পর তিনি আজ এই ব্যবসায় আছেন, তার দৈনিক ইনকাম শুনতে চাইলে তিনি বললেন প্রতিদ...