পমোডোরো টেকনিক (Pomodoro) অল্প কাজে বেশি ফলন!
পমোডোরো টেকনিক একটি টাইম ম্যানেজমেন্ট টুল। অল্প সময়ে, স্বল্প পরিশ্রমে বেশি ফল পাওয়ার জন্য দারুন একটি পদ্ধতি। যেসব পোলাপান বলে থাকে আমার হাতে একদম সময় নাই, খুব বাস্ত আছি, নতুন কিছু শিখার কোন টাইমই নাই। তাদের জন্য এটি খুব ইফেক্টিভ একটি উপায়। পমোডোরো টেকনিক নিয়ে আমার নিজের কিছু কথা আমার ভেতরে একটা জিনিস সবসময়ই কাজ করে, সেটা হলঃ কি ভাবে সময়ের সঠিক ব্যবহার করা যায়? কাজটি কিভাবে করলে সঠিক ভাবে শেষ করা যায়? ও কিভাবে কাজটির মাধ্যমে আশানুরূপ ফল পাওয়া যায়?